‘৫০০০ শিশু মারা গেছে’

ইয়েমেন যুদ্ধে পাঁচ হাজার শিশু মারা গেছে বা আহত হয়েছে এবং চার লাখ শিশু অপুষ্টিতে ভুগছে।
‘৫০০০ শিশু মারা গেছে’

জাতিসংঘের বরাত দিয়ে মঙ্গলবার এ সংবাদ প্রচার করেছে, দ্য গার্ডিয়ান।

জাতিসংঘ শিশু সংস্থা (ইউএন চিল্ড্রেন’স এজেন্সি) বলছে, ২০১৫-এর মার্চ থেকে সেখানে প্রতিদিনের সহিংসতায় গড়ে পাঁচজন শিশু নিহত বা আহত হচ্ছে। প্রতিটি শিশুর মানবিক সহায়তা দরকার।

ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের মার্চ মাসে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর ২০ লাখ  শিশু স্কুলছাড়া হয়েছে এবং যুদ্ধে পাঁচ হাজারের বেশি শিশু নিহত বা আহত এবং অন্য দিকে প্রায় চারলাখ শিশু অপুষ্টির সাথে যুদ্ধ করে বেঁচে আছে।

এছাড়াও ৩০ লাখের বেশি শিশু, যারা এই সহিংসতার মধ্যে জন্ম নিচ্ছে, তারা নানান রোগ, দারিদ্র্য ও অপুষ্টির সাথে বেড়ে উঠছে, এমনটিই জানিয়েছে ইউএন শিশু সংস্থা।

ইমেনের ইউনিসেফ প্রতিনিধি মেরিজেল রিলাইয়ো এক বিবৃতিতে জানান, ইয়েমেনের শিশুরা সহিংসতা ছাড়া কিছুই জানে না। তাছাড়া তারা যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করছে যা তারা তৈরি করেনি। আর যুদ্ধের ফলে শিশুদের মৌলিক চাহিদার সংকটের ফলে অপুষ্টি এবং রোগের প্রকটতা বেড়েই চলছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com