রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি

মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাশূন্যের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী পেগি উইটসনসহ দুজন ক্রু।
রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি

উইটসনের সাথে থাকা ক্রু’রা হলেন, যুক্তরাষ্ট্রের জ্যাক ফিশার এবং রাশিয়ার ফয়োডর ইউরচিকিন।

তারা মহাকাশে ২৮৮ দিনের মিশন সম্পন্ন করেছেন, চলতি মাসের প্রথম সপ্তাহে কাজাখস্তানে প্যারাসুটের মাধ্যমে পৃথিবীতে অবতরণ করেছেন।

নয় মাসের বেশি সময় মহাকাশে অবস্থানকারী ৫৭ বছর বয়সী উইটসন অন্য সব আমেরিকান নভোচারীর চেয়ে বেশী সময় মহাকাশে অবস্থান করে রেকর্ড ভেঙেছেন। কক্ষপথে তার অবস্থান রেকর্ড ৬৬৫ দিন।

মহাকাশে হাঁটায় সবচেয়ে বেশি অভিজ্ঞ পেগি উইটসন, বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী নভোচারীর মর্যাদা পেয়েছেন। গেল বছরের নভেম্বরে মহাশূন্যে গিয়ে, দুইবার মহাকাশ স্টেশনের কমান্ডে থাকা প্রথম নারীও তিনি।

মহাশূন্যের কাজ নতুন এক দলের কাছে হস্তান্তর করে পেগি ও তার সঙ্গের দুই ক্রু পৃথিবীতে ফিরেছেন।

সয়ুজ ক্যাপসুলে চড়ে দীর্ঘ যাত্রায় তারা ১২ কোটিরও বেশি মাইল পথ এবং চার হাজার ৬২৩ কক্ষপথ পাড়ি দিয়েছেন।  

“মহাশূন্যে কাজের অভিজ্ঞতা ভালো ছিল। আর এখন পৃথিবীতে ফিরে চমৎকার লাগছে,” বলেন পেগি।

সাক্ষাৎকারে তিনি আরো জানান, পরিবারের সদস্য আর বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, নভোচারী ফয়োডর ইয়ুরচিকিন পাঁচটি মিশনে মহাশূন্যে ৬৭৩ দিন সময় কাটিয়েছেন।

অন্যদিকে, নাসার আরেক নভোচারী জ্যাক ফিশার ১৩৬ দিন পর পৃথিবীতে ফিরলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com