'স্কুলে একক ধর্মে গুরুত্ব নয়'

অন্য ধর্মকে বাইরে রেখে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটি ধর্মের পৃষ্ঠপোষকতা করা যাবে না বলে আদেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হাই কোর্ট।
'স্কুলে একক ধর্মে গুরুত্ব নয়'

এ ধরণের একমুখী প্রচারকে স্কুল আইনের লংঘন বলছে আদালত।

বিচারক উইলেম ভ্যান ডার লিনডে ওই আদেশে বলেন, "রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় আচার পালন করা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত সেগুলো সমতার ভিত্তিতে হয় এবং তাতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় আসেন।"

এর আগে, দ্য অর্গনাইজেশন ফর রিলিজিয়াস এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি (ওজিওডি) নামের একটি সংগঠন অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হয়।

অন্য ধর্মের তুলনায় খ্রিস্টান ধর্মকে সুবিধা দেওয়া হচ্ছে বলে তারা জানায়। ছয়টি স্কুলের ধর্ম নীতিকে অবৈধ ঘোষণারও অনুরোধ জানায় সংগঠনটি।

তারা যুক্তি হিসেবে উপস্থাপন করে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের স্বার্থে পাবলিক স্কুলে বিশেষ কোনো একটি ধর্মকে সুবিধা প্রদান অনুমোদন করা উচিত নয়।

ওই ছয়টি স্কুল, মৌলিক শিক্ষা ও বিচার বিষয়ক মন্ত্রী, স্কুল পরিচালনা পর্ষদের জাতীয় সমিতিকে আবেদনে বিবাদী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার মৌলিক শিক্ষা মন্ত্রী অ্যাঙ্গি মোতশেকগা আবেদনের পক্ষে মত দিয়েছেন।

তিনি বলছেন, স্কুলগুলোর কোনো একটি ধর্মের উপর আলোচনা করার অনুমোদন নেই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com