চিত্রশিল্পী লিওনার্দো

মোনালিসা ও দ্য লাস্ট সাপার নামের বিখ্যাত শিল্পকর্ম করে আজও সারা বিশ্বে জীবন্ত হয়ে আছেন লিওনার্দো দ্য ভিঞ্চি।

তার পুরো নাম লিওনার্দো দ্য সের পিয়েরো দ্য ভিঞ্চি। ১৫ ফেব্রুয়ারি ছিল ৫৬৪তম জন্মদিন।

১৪৫২ সালে ইতালির ফ্লোরেন্স প্রদেশের অদূরবর্ত্তী ভিঞ্চি নগরের এক গ্রামে তার জন্ম হয়। মা ক্যাটরিনা ও বাবা নোটারী পিয়েরো তখন কি জানতেন তাদের পরিবারে বড় হচ্ছে এক জগৎ বিখ্যাত চিত্রশিল্পী।

চিত্রশিল্পী ছাড়াও তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, সুরকার, রেনেসাঁ শিল্পী, স্থপতি। তাকে বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনকও বলা হয়।

তার শৈল্পিক মেধার বিকাশ ঘটেছিল খুব অল্প বয়সেই। তিনি ১৪ বছর বয়স থেকেই পরিচিতি পান।

১৪৭২ সালে প্রায় ২০ বছর বয়সে তিনি চিত্রশিল্পীদের গিল্ডে ভর্তি হওয়ার পর পরই তার চিত্রকর জীবনের সূচনা হয়। তবে ১৪৭৬ সাল পর্যন্ত তার গুরু আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকাসহ বিভিন্ন বিষয়ে দীক্ষা নেন তিনি।

তার শিল্পকর্মের মধ্যে গির্জা, রাজপ্রাসাদের দেয়ালে ছবি আঁকা, রাজকীয় ব্যক্তির ভাস্কর্য নির্মাণ উল্লেখযোগ্য।

১৫০০ সালে তিনি ফ্লোরেন্সের সামরিক বিভাগে প্রকৌশলী পদে চাকরি পান আর ওই সময়ই তিনি বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা আঁকেন।

তিনি প্রথম উড়োজাহাজের স্কেচ আঁকেন যা তার বৈজ্ঞানিক চিন্তা এবং সৃজনশীলতা উদাহরণ হিসেবে শোভা পায়। এজন্য ভিঞ্চি পেয়েছিলেন আদর্শ রেনেসাঁ ম্যান নামক উপাধি।

১৫১৯ সালে দোসরা মে ফ্রান্সের রাজার বাসভবনের কাছে 'ক্লস লুইস' নামের এক ভবনে লিওনার্দোর মৃত্যু হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com