দেশে বাল্যবিয়ের হার কি বাড়ছে? (ভিডিওসহ)

২০২১ সালের বার্ষিক পরীক্ষায় ৪৭ হাজার ৪১৪ জন শিক্ষার্থী অংশ নিতে পারেনি বাল্যবিয়ের কারণে।

বাল্যবিয়ের হার বাড়ছে নাকি কমছে তা বোঝার জন্য বেশ কয়েকটি জরিপে নজর দেওয়া প্রয়োজন।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের তথ্যমতে, দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের বিয়ের হার ২০২১ সালে আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে ওই দুই বছর এই বয়সী প্রায় ২৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় ৪৭ হাজার ৪১৪ জন শিক্ষার্থী অংশ নিতে পারেনি বাল্যবিয়ের কারণে।

এই প্রতিবেদনে আরও দেখা যায়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ের কারণে শিক্ষার্থী অনুপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল রাজশাহী অঞ্চলে, যা ছিল মোট ১৫ দশমিক ৮২ শতাংশ এবং সিলেটে সর্বনিম্ন ৪ দশমিক ৩০ শতাংশ।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক গবেষণা বলছে, দেশে করোনাভাইরাসের কারণে বাল্যবিয়ে শতকরা ১৩ ভাগ বেড়েছে৷ গত ২৫ বছরে যা বাংলাদেশে সর্বোচ্চ৷

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের তথ্যমতে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই শিশুবিয়ের প্রচলন সবচেয়ে বেশি এবং এক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com