অবসরের ছাদবাগান (ভিডিওসহ)

“আমার এখানে যত মরিচ গাছ রয়েছে সবগুলো খুব ঝাল।”

নানা ফুল, ফল ও সবজি গাছ দিয়ে ছাদবাগান গড়ে তুলেছে তানজিলা ইসলাম নামে খুলনার দশম শ্রেণির এক শিক্ষার্থী।

সে হাজী ফয়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করছে।

নিজেদের বাড়ির ছাদে তানজিলা নানা জাতের গাছ লাগিয়েছে। তার ছাদবাগানের টবগুলোতে ঝুলতে দেখা যায় আম, মাল্টা, সফেদাসহ আরও বেশ কয়েকটি ফল। এছাড়াও পুঁইশাক, লাউ শাক, আর মরিচ গাছও আছে।

তানজিলা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “আমার এখানে যত মরিচ গাছ রয়েছে সবগুলো খুব ঝাল, তবে নিয়মিত পানি দিতে হয় না হলে শুকিয়ে যাবে।”

তার বাগানে দেখা যায়, একটি বেগুন গাছে ছোট জাতের বেশ কয়েকটি বেগুন ঝুলছে। পাশেই আরেকটি বেগুন গাছে দুটি বেগুন পেকে শুকানোর অবস্থায় আছে।

এ প্রসঙ্গে তানজিলা বলে, “এই বেগুন দুটিকে শুকিয়ে তা থেকে বীজ সংগ্রহ করা হবে যা থেকে আবারও বেগুন চারা ফলানো হবে।“

তার আমড়া গাছে এখনো ফল না ধরলেও গাছটির আকার বেশ বড় হয়েছে।

নিজে অবসরে গাছগুলোকে যত্ন নেয় জানিয়ে তানজিলা বলে, “শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যা করলে তবেই ভাল ফলন পাওয়া যাবে।“

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com