"আমরা প্রতিদিনই রান্না-বাটি খেলি। অনেক কিছু রান্না করি। আমাদের এটা খেলতে অনেক ভালো লাগে।"
Published : 20 May 2023, 08:45 PM
শৈশবের আনন্দ সীমাহীন। মন যা চায় তা নিয়েই যেন শিশুদের সর্বোচ্চ ব্যস্ততা।
খুলনার তেরখাদা উপজেলার রুস্তম আজগড়া গ্রামের একটি বাড়ির উঠা পরিষ্কার করছিল শিশুরা। খানিক এগিয়ে দেখা গেল তারা স্থানটি পরিচ্ছন্ন করে এখানে একে একে ছোট কলস ভর্তি পানি, ছোট হাড়ি-পাতিল, কড়াই নিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে।
তাদের মধ্যে একজন আবার নাকি কাঁচা বাজার নিয়ে এসেছে। সেগুলো কাটা-ধোয়ার পর্বও চলল কিছুক্ষণ। এখানকার পুরো আয়োজনই তাদের খেলার ছলে করা।
ইয়াসমিন সুলতানা নামে ছয় বছর বয়সী এক শিশু বলছিল, "আমরা প্রতিদিনই রান্না-বাটি খেলি। অনেক কিছু রান্না করি। আমাদের এটা খেলতে অনেক ভালো লাগে।"
একসময় সবুজ ডাল-পালা, রঙিন পাতা, ইট-বালু দিয়ে শিশুরা নানারকমের খেলায় মেতে উঠত। তবে আধুনিকতার ছোঁয়ায় খেলার এই উপকরণগুলোর বদলে স্মার্টফোন, কম্পিউটারসহ নানা প্রযুক্তি জায়গাটা দখল করে নিচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।