‘কুয়াকাটা’ নাম হলো যেভাবে!

লবণাক্ত পানির এলাকায় মিঠা পানির একমাত্র ভরসা ছিল এই কুয়া।
‘কুয়াকাটা’ নাম হলো যেভাবে!

কুয়াকাটা সমুদ্র সৈকত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। কিন্তু অনেকেরই অজানা কুয়াকাটা নামটি এল কীভাবে।

কুয়াকাটার নামকরণ করা হয়েছিল একটি কুয়া থেকে। বৌদ্ধ বিহারে প্রবেশের মুখে কুয়াটি। সরকারের আর্থিক সহায়তায় কুয়াটিকে সংরক্ষণ করা হচ্ছে।

লবণাক্ত পানির এলাকায় মিঠা পানির একমাত্র ভরসা ছিল এই কুয়া। ভূগর্ভস্থ পানি বা বর্ষার পানি থেকে এই কুয়ায় পানি জমা করা হতো।

কুয়ার উপরে থাকা সাইনবোর্ড লেখা রয়েছে, ১৭৮৪ সালে আদিবাসী রাখাইনরা বিশুদ্ধ খাবার পানির জন্য এই কুয়া খনন করে। মিঠা পানির কুয়ার নামানুসারে নামকরণ হয় কুয়াকাটা।

রাখাইন সম্প্রদায়ের মানুষ কুয়ার মিঠা পানি শুধুমাত্র পান করত। বাকি কাজের জন্য ব্যবহার করত সমুদ্রের পানি।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পটুয়াখালী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com