অবাধ আনন্দের শৈশব

আনন্দটাই বড় বলে জানায় শিশুরা।
অবাধ আনন্দের শৈশব

শৈশবের দিনগুলো মানতে চায় না শাসন-বারণ। দুরন্তপনায় কাটে যেন প্রতিটি দিন।

খুলনার জেলখানা ঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। যে শিশুরা নদের জলে দুরন্তপনায় মেতেছিল।

আরিফুল ইসলাম নামের সাত বছর বয়সী এক শিশু বলছিল, “আমার এখানে এসে গোসল করতে খুব ভালো লাগে “

আলামিন নামের এক শিশু বলে, “আমি প্রতিদিন এখানে নাইতে আসি।“

পানিতে ঝাঁপ দেওয়া, সাঁতার না জানার ঝুঁকি নিয়ে তাদের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। আনন্দটাই বড় বলে জানায় তারা।

আধুনিকতার ছোঁয়ায় শিশুদের জীবন-যাত্রার ধরণও প্রতিনিয়ত পাল্টাচ্ছে। স্মার্ট ফোন, কম্পিউটারের মতো নানা প্রযুক্তিতে বন্দি হয়ে যাচ্ছে শৈশব। এমন বাস্তবতায় জলে শিশুদের আনন্দ করার দৃশ্যও যেন এখন আগের তুলনায় কম চোখে পড়ে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com