
শৈশবের নানা আনন্দের মধ্যে ঘুড়ি ওড়ানো একটি। শহর কিংবা গ্রাম- সবখানেই শিশুদের ঘুড়ি ওড়াতে দেখা যায়।
খুলনার তেরোখাদায় এক শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম। বৈশাখের দমকা হাওয়ায় সে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল।
দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ইবরাহিম খলিলুল্লাহ নামের ওই শিশু বলে, “বাতাস হইলেই আমি মাঠে আহি। আমার ভাইরে নিয়া আসছি ঘুড়ি উড়াইতে।“
উপজেলার আমতলা এলাকার মাঠে বাতাসে তার ঘুড়ি উড়ল বেশ কিছুক্ষণ।
বাতাসের মধ্যে ঘুড়ি ওড়াতে বেশি ভালো লাগে বলে জানায় সে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।