বাগেরহাটের নয় গম্বুজ মসজিদ (ভিডিওসহ)

এখানে নিয়মিত নামাজ আদায় করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

চারটি পাথরের স্তম্ভ বিশিষ্ট নয় গম্বুজ মসজিদ বাগেরহাট সদর উপজেলার ঠাকুরবাড়ি মৌজায় অবস্থিত।

ঐতিহাসিক ঠাকুরদিঘীর পশ্চিমপাড়ে খানজাহান (র:) এর সমাধি থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পশ্চিমে গেলেই দেখা মিলে এই নয় গম্বুজ।

গম্বুজের ভেতরে নয়টি বর্গ সৃষ্টি হয়েছে। প্রতিটি বর্গ গম্বুজ দ্বারা ঢাকা। এছাড়া পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মিহরাব। যার মধ্যে কেন্দ্রীয় মিহরাবটি আকৃতিতে বড়।

মসজিদের ভেতরে এবং বাইরে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য সামনের অংশে একটি প্রধান ও সমদূরত্বে দুটি পার্শ্ব দরজা আছে।

এখানে নিয়মিত নামাজ আদায় করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি দুর- দুরান্ত থেকে পর্যটকরাও ভিড় করেন এখানে।

ঢাকা থেকে ঘুরতে আসে মোহহামত জামিল নামে এক দর্শনার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খান জাহান আলীর মাজার দেখতে আসছিলাম। পাশাপাশি ষাট গম্বুজ, নয়গম্বুজ মসজিদও দেখলাম।"

জানা যায়, ১৯৬৬ সালের ২৬ সেপ্টেম্বর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com