ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ (ভিডিওসহ)

'ইমারতটির গঠনে ১৫শ’ শতাব্দীর সময়ের এদেশীয় ও তুর্কি স্থাপত্যের বিশেষ প্রভাব দেখা যায়।'

বাংলাদেশের পর্যটন শিল্পের একটি সম্ভাবনাময় খাত বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ।

জানা যায় অপূর্ব কারুকার্যময় এই ষাট গম্বুজ মসজিদ ৫শ’ বছরেরও বেশি আগে তৈরি।

যদিও এটা ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত কিন্তু প্রকৃত পক্ষে চারকোণা বুরুজের উপর চারটি গম্বুজসহ এতে সব মিলিয়ে ৮১টি গম্বুজ রয়েছে। পুব-পশ্চিমে মাঝের সারিতে সাতটি চৌচালা গম্বুজও রয়েছে। তাই অনেকেই বলে থাকনে সাত গম্বুজ থেকে মানুষের মুখে মুখে তা ষাট গম্বুজ হয়ে গেছে।

ইমারতটির গঠনে ১৫শ’ শতাব্দীর সময়ের এদেশীয় ও তুর্কি স্থাপত্যের বিশেষ প্রভাব দেখা যায়।

১৪৫৯ খ্রিস্টাব্দে এর নির্মাতা মারা যান বলে ফলকে রয়েছে। তার প্রকৃত নাম জানা না গেলেও তিনি খান জাহান আলী নামে পরিচিত।

ব্রিটিশ শাসনামল থেকে ২০০২ সাল পর্যন্ত বিভিন্ন সময় মসজিদটি সংস্কার করা হয়। বর্তমানে এটি একটি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত অন্যতম ঐতিহাসিক প্রত্ননিদর্শন।

প্রতিবেদকের বয়স: ১১। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com