গণহত্যার স্মৃতি বুকে দাঁড়িয়ে গল্লামারী বধ্যভূমি (ভিডিওসহ)

"নাম না জানা হাজার হাজার শহীদদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই বধ্যভূমি।"

মুক্তিযুদ্ধের ভয়াবহ গণহত্যার স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে খুলনার গল্লামারী বধ্যভূমি।

 খুলনা শহর থেকে দুই কিলোমিটার ভেতরে গল্লামারী খালের পাশে এই বধ্যভূমির অবস্থান। নাম না জানা হাজার হাজার শহীদদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই বধ্যভূমি।

 খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে ময়ূর নদীর তীরে অবস্থিত তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করা হতো। এরপর হত্যা করে গল্লামারী খালে ফেলে দেওয়া হতো লাশ। 

খুলনা শহর মুক্ত হবার পর গল্লামারী খাল ও এর আশপাশের স্থান থেকে প্রায় পাঁচ ট্রাক ভর্তি মানুষের মাথার খুলি ও হাড়গোড় পাওয়া যায়।

ধারণা করা হয় ঐ স্থানে আনুমানিক ১৫ হাজার মানুষ হত্যা করা হয়েছে।

প্রতিদিনই দূর দুরান্ত থেকে নানান বয়সী মানুষ এখানে আসে। 

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com