
বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি বান্দরবানের নীলাচল।
নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগ করার জন্য বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে নীলাচল পর্যটন কমপ্লেক্স।
জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র থেকে বর্ষা, শরৎ কিংবা হেমন্ত এ তিন ঋতুতেই মেঘ ছোঁয়া যায় বলে পর্যটকরা নীলাচলকে বাংলার দার্জিলিং বলেও সম্বোধন করেন।
এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় বান্দরবান শহর আর পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদী।
জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা মনোরম এই পর্যটন কেন্দ্রে সাম্প্রতিক সময়ে নতুন যোগ করা হয়েছে একটি রিসোর্ট। এখানে বেড়ানোর পাশাপাশি রাত যাপনের সুযোগও পাচ্ছেন পর্যটকরা।
চট্টগ্রাম থেকে ঘুরতে আসা মিল্টন বড়ুয়া নামে এক পর্যটক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি। সবাইকে আকর্ষণ করবে এই নীলাচল।”
আদিত্য বড়ুয়া নামে একজন চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে ঘুরতে আসে নীলাচল।
সে হ্যালোকে বলে, “এখানে এসে অনেক ভালো লাগছে। সবারই এখানে একবার ঘুরতে আসা উচিত।”
সায়ন্তি বড়ুয়া নামে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী বলে, “আমি এখানে মেঘ দেখতে আসছি। আমার খুব ভালো লাগে।"
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বান্দরবান।