এই বিজয় কোনো দানে পাওয়া নয়। লাখো প্রাণের আত্মত্যাগ আর অবিরাম সংগ্রামের ফসল এই স্বাধীনতা।
Published : 16 Dec 2024, 10:22 AM
দেশের মানুষের কাছে ১৬ ডিসেম্বর গৌরবময় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছিল।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পরও আসেনি প্রকৃত স্বাধীনতা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নিপীড়নে জর্জরিত ছিল এই বাংলার মানুষ।
দুই যুগের শাসন-নিপীড়নের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। সেই দিন জাতির চূড়ান্ত বিজয়ের গল্প রচিত হয়।
এই বিজয় কোনো দানে পাওয়া নয়। লাখো প্রাণের আত্মত্যাগ আর অবিরাম সংগ্রামের ফসল এই স্বাধীনতা।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলার মানুষ। গ্রামের কৃষক, শহরের ছাত্র, বৃদ্ধ কিংবা তরুণ- সবাই হাতে হাত মিলিয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আসে বাঙালির কাঙ্ক্ষিত বিজয়। এদিন দখলদার পাকবাহিনী আত্মসমর্পণ করে আর লাল-সবুজের পতাকা উড়তে থাকে বাংলার মাটিতে।
বিজয়ের মাস শুরু হতেই দেশজুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লাল-সবুজের পতাকায় সেজেছে অনেক ঘরবাড়ি, অফিস-আদালত আর যানবাহন। বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে করা হয়েছে আলোকসজ্জা।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।