'অনেক বিখ্যাত ব্যক্তি এখানে এসেছেন। তাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন, কামাল পাশা, নওয়াব স্যার সলিমুল্লাহ, চিত্তরঞ্জন দাশ রয়েছেন'
Published : 20 Aug 2024, 10:43 PM
ময়মনসিংহ শহরের পুরনো স্থাপনাগুলোর একটি আলেকজান্ডার ক্যাসেল।
প্রাসাদের সামনে প্রদর্শিত ফলক থেকে জানা যায়, মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন। প্রায় ২৭ একর জমি জুড়ে এই প্রাসাদের বিস্তৃতি। এটি নির্মাণে সে সময় প্রায় ৪৫ হাজার টাকা ব্যয় হয়।
ভবন নির্মাণে লোহা ব্যবহার করা হয়েছিল বলে স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘লোহার কুঠি’ নামে। অনেক বিখ্যাত ব্যক্তি এখানে এসেছেন। তাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন, কামাল পাশা, নওয়াব স্যার সলিমুল্লাহ, চিত্তরঞ্জন দাশ রয়েছেন।
পরে স্থাপনাটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি তালাবদ্ধ রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: জামালপুর।