বিশ্ব শিশু দিবস

সনদ চুক্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন বিশ্ব শিশু দিবস পালন করে ইউনিসেফ।
প্রতিনিধিত্বশীল ছবি

প্রতিনিধিত্বশীল ছবি

বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিশু দিবস।

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নে বিশ্বনেতারা চুক্তি সাক্ষর করেন। যে সনদকে পৃথিবীর ইতিহাসে 'সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত' মানবাধিকার চুক্তি বলা হয়ে থাকে।

শিশু অধিকার সনদ চুক্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ। কেননা এই দিনে সংস্থাটি শিশুদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে বিশ্বনেতাদের সমর্থন আদায় করতে সক্ষম হয়।

১৯৯০ সালে বাংলাদেশ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে। এই সনদের চুক্তিতে থাকা একটি মূল ধারণা হলো, শিশুদের সকল সিদ্ধান্ত বাবা-মা গ্রহণ করবে এমনটা নয়, বরং তারা তাদের নিজস্ব অধিকার সম্পন্ন আলাদা ব্যক্তিসত্ত্বার অধিকারী।

শিশু অধিকার সনদে সাধারণত ১৮ বছরের কম বয়সী যেকোনো মানুষকে শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শৈশবকাল একটি বিশেষ এবং সুরক্ষিত সময়, যখন শিশুদের বেড়ে ওঠার, শেখার, খেলার, উন্নতি করার এবং মর্যাদার সঙ্গে বিকাশ লাভ করার সুযোগ দিতে হবে।

এই সনদ অনুযায়ী শিশুর অধিকার, উন্নতি ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে ইউনিসেফ।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com