'শিশু সাহিত্যে খ্যাতি অর্জন করা এই সাহিত্যিক ২০১৪ সালে বাংলা একাডেমি পদক লাভ করেন।'
Published : 15 Jan 2024, 08:03 PM
বরেণ্য শিশু সাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন ১৯৫৪ সালের ২৪ জানুয়রি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।
শিশু সাহিত্যে খ্যাতি অর্জন করা এই সাহিত্যিক ২০১৪ সালে বাংলা একাডেমি পদক লাভ করেন।
খালেক বিন জয়েনউদদীন অংশ নেন স্বাধীনতা যুদ্ধেও। এ সময় তিনি হানাদার বাহিনীর হাতে আটক হয়ে সাত মাস নির্যাতন ভোগ করেন।
বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এই লেখক। পড়েছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসর বিভাগের সম্পাদনা করেন। বহুকাল সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে শিশু সাহিত্যক খালেক বিন জয়েনউদদীনের উল্লেখযোগ্য বইগুলোর নাম জানা যায়।
তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ধানসুপারি পানসুপারি’, ‘আতাগাছে তোতাপাখি’, ‘আপিল চাপিল ঘণ্টিমালা’, ‘জলকন্যে ঘাঘোর নদী’, ‘বকুলবনে জোছনাপরি’, ‘মউঝুরঝুর পুবাল হাওয়া’, ‘রোকনুজ্জামান খান দাদাভাই’, ‘একাত্তরের অশোক’, ‘নলিনীকান্ত ভট্টশালী’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’, ‘বাংলাদেশের গণহত্যা’, ‘হস্তাক্ষরে শামসুর রাহমানের ছড়া-কবিতা’, ‘পালকি চলে গগনতলে’।
খ্যাতিমান এই শিশু সাহিত্যিক গেল ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: পটুয়াখালী।