বাধাহীন শৈশব

গরমে হাঁসফাঁস করলেও খেলাধুলায় যেন এক বিন্দুও ছাড় দেওয়া যাবে না।
বাধাহীন শৈশব

তীব্র গরম কিংবা শীত অথবা ঝুম বৃষ্টি আবহাওয়া কোনোটাই দুরন্ত শৈশবে বাধা হতে পারে না।

এমনই এক চিত্র দেখা গেল খুলনার তেরখাদার এক গ্রামে গিয়ে।

গরমে হাঁসফাঁস করলেও খেলাধুলায় যেন এক বিন্দুও ছাড় দেওয়া যাবে না। বন্ধুর সঙ্গে খেলছিল শিশুরা।

আসফিয়া নামে ছয় বছর বয়সী এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, "অনেক গরম লাগে, তাই এখানে ছায়ায় খেলতে আইছি।"

গ্রামগুলোতে এখনো সেভাবে শৈশবের আনন্দ বন্দি হয়ে পড়েনি মোবাইল ফোন নামক যন্ত্রের কাছে। এখনো অনেক গ্রামেই লতায় পাতায় শৈশব জড়িয়ে থাকে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com