ফরিদপুরের মথুরাপুর দেউল

দেউলটি দেখতে অনেকেই ঘুরতে আসেন মধুখালীতে।
ফরিদপুরের মথুরাপুর দেউল

ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত মথুরাপুর দেউল বা মঠ। ১২ কোণ বিশিষ্ট এই দেউলটি প্রায় ২১ দশমিক দুই মিটার উঁচু।

দেউলটি দেখতে অনেকেই ঘুরতে আসেন মধুখালীতে।

ফরিদপুর যশোর অঞ্চলের জনপ্রবাদ অনুযায়ী মানসিংহ এই বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন।

স্থাপনাটি চুন-সুরকি দিয়ে গড়া। দেউলের বাইরের দেয়ালটি লম্বালম্বিভাবে সজ্জিত। পুরো স্থাপনাজুড়ে টেরাকোটার জ্যামিতিক চিত্র রয়েছে৷ দেউলটিতে শিল্পশৈলীর মধ্যে পোড়ামাটির ফলক ও নানা মূর্তি আছে। দেউলটিতে দুটি প্রবেশ পথ আছে।

এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুরক্ষিত সম্পদ৷

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com