
কাজী নজরুল ইসলাম বাঙালি কবি। এই কবি বাংলা কাব্যে অগ্রণী ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। বাংলাভাষার অন্যতম এই সাহিত্যিক বাংলাদেশের জাতীয় কবি।
পশ্চিমবঙ্গসহ দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত তিনি। শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে কবির লেখা সমান জনপ্রিয়।
বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজের কথা বার বার ওঠে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনীতে। মানবজাতিকে যেমন ভালোবাসার বার্তা দিয়েছেন, তেমনি অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর।
তিনি মানুষকে সবার আগে স্থান দিয়েছেন। বোঝাতে চেয়েছেন সত্যিকারের মানুষ হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। প্রকৃত মানুষ হওয়ার কিছু পথও বাতলে দিয়েছেন তার লেখনীর মাধ্যমে। নজরুলের আদর্শ আজও প্রতিটি মানুষের জন্য প্রেরণা।
আজীবন মানুষেরই জয়গান গেয়েছেন তিনি। সর রকম বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন নির্ভীকভাবে।
তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি, বিদ্রোহ, শৈশব, কৈশোর। ধর্মীয় বিভেদের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার।
আমরা যদি কবি কাজী নজরুলের মতো মানবতার আদর্শকে নিজেদের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করতে পারি তবেই আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠব।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সাতক্ষীরা।