এক নজরে মহাস্থানগড় (ভিডিওসহ)

আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের শহর মহাস্থানগড়৷ সেসময় এর নাম ছিল পুর্ণ্ড্রনগর৷ প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে গেলেই দেখা মিলবে এই প্রাচীন ইতিহাসের। 
এক নজরে মহাস্থানগড় (ভিডিওসহ)

কয়েক শতাব্দী পর্যন্ত  মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকদের প্রাদেশিক রাজধানী ছিল মহাস্থানগড়। শহরের কেন্দ্রে অবস্থিত দুর্গটি উপর থেকে দেখতে আয়তাকার। 

এখানে রয়েছে মহাস্থান মাজার, পরশুরাম প্যালেস, জিউৎকুণ্ডু, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, বৈরাগী ভিটা, শিলাদেবীর ঘাট, মান কালীর কুণ্ডু, জাদুঘরসহ আরো অনেক নিদর্শন। 

জাদুঘরে পুরানো মাটির মূর্তি, বাসনপত্র, স্বর্ণবস্তু, ব্রোঞ্জের সামগ্রী, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, বিভিন্ন শিলালিপি, মাটি, মূল্যবান পাথর, মার্বেল, পোড়া মাটির পুতুল, নানা ধরনের প্রাচীন অলংকারসহ প্রাচীন ও মূল্যবান নিদর্শন রয়েছে। 

এখানেই রয়েছে গোকুল মেধ, যা লোককাহিনী অনুযায়ী, বেহুলা-লখিন্দরের বাসরঘর নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকায় সারা বছর দেশি ও বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে মহাস্থানগড়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com