সবুজে ঘেরা লাক্কাতুরা (ভিডিওসহ)

দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট। সারা বছর জুড়েই পর্যটকের ভিড় থাকে এখানে। সিলেটে ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণের মধ্যে চা বাগানএকটি।
সবুজে ঘেরা লাক্কাতুরা (ভিডিওসহ)

সিলেট এসেছেন কিন্তু লাক্কাতুরা চা বাগানে ঘুরতে যাননি এমন কোনো পর্যটক বোধকরি খুঁজে পাওয়া যাবে না।

জেলার উপকণ্ঠে চৌকিদেখি উপজেলার ওসমানীনগর বিমানবন্দরের উত্তর প্রান্তের টিলার উপর লাক্কাতুরা চা বাগানের অবস্থান। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু-নিচু টিলার উপর সবুজের এই চাষাবাদ মন জুড়িয়ে দেয়।

লাক্কাতুরা চা-বাগানটি ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এবং চা বাগানটি প্রায় ২৯৩ হেক্টর বা প্রায় ৩২০০ একর জায়গা জুড়ে বিস্তৃত। লাক্কাতুরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম।

বিশাল এ চা বাগান থেকে বছরে প্রায় পাঁচ লক্ষ কেজি চা উৎপাদিত হয়।

নগরীর চৌকিদেখি আবাসিক এলাকা পার হয়ে গলফ ক্লাবের রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই চলে যাওয়া যায় বাগানের ভেতর।

গলফ ক্লাব মাঠ পেরিয়ে আরো একটু সামনে এগুলেই দেখা যায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম। চারপাশে চা বাগান আর মাঝখানে স্টেডিয়াম, সত্যিই অসাধারণ!

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com