বলাকড়ই পদ্মবিল (ভিডিওসহ)

উপরে শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচের থৈ থৈ পানিতে ভাসছে গোলাপি পদ্ম আর সাথে সবুজ পাতা। এ দৃশ্য সত্যই মনোমুগ্ধকর, স্বর্গীয়। দেখলেই চোখ জুড়িয়ে যায়। বলছিলাম গোপালগঞ্জের বলাকড়ই বিলের কথা।
বলাকড়ই পদ্মবিল (ভিডিওসহ)

জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে করপাড়া ইউনিয়নে বলাকড়ই বিল অবস্থিত।

প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এখানে গোলাপি পদ্ম দেখতে ভিড় জমান। বিলের ঘাট থেকে নৌকা ভাড়া করে ঘুরে দেখেন বিলটি। গোলাপি পদ্মফুল আর সবুজ পাতায় আচ্ছাদিত জলাশয়ের পানি কেটে এগিয়ে চলে নৌকা।

এখানে মাঝারি নৌকার ভাড়া দুই থেকে তিনশ টাকা আর বড় নৌকাগুলোর ভাড়া ৫০০ টাকা পর্যন্ত হয়। বর্ষায় ফুল ফোটা শুরু হলেও শরতের শেষ অব্দি ফুল থাকে এ বিলে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com