দুইশ বছরের সাক্ষী ব্যাপারী পাড়া মসজিদ (ভিডিওসহ)

কুড়িগ্রামের রাজারহাটে অবস্থিত ব্যাপারী পাড়া শাহী  মসজিদটি কালের সাক্ষী বহন করছে। অনুমান করা হয় ২০০ বছর আগে এটি নির্মিত।
দুইশ বছরের সাক্ষী ব্যাপারী পাড়া মসজিদ (ভিডিওসহ)

মসজিদটি উপজেলা সদর থেকে এক কিলোমিটার উত্তর-পূর্ব দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কাছাকাছি অবস্থিত। 

স্থাপত্য শৈলী দেখে ধারণা করা হয় এটি মোঘল আমলে তৈরি। এর দৈর্ঘ্য ৩২ ফুট ও প্রস্থ ১০ ফুট। চারপাশে ৩ ফুট উঁচু প্রাচীর রয়েছে। মসজিদের সামনে তিনটি দরজা ও একটি আকর্ষণীয় প্রবেশ তোরণ আছে। 

এছাড়া দুটি মিনার এবং চার কোণায় চারটি উচুঁ মিনার আছে। বড় মিনারগুলোর পাশে আরও আটটি ছোট মিনার আছে। মসজিদের ছাদের মাঝখান বরাবর তিটি বড় আকৃতির গম্বুজ আছে।

স্থানীয়রা বলছেন, মসজিদটি দ্রুত সংস্কার করা জরুরি। নয়ত খুব দ্রুত ধ্বংসস্তুপে পরিণত হবে এটি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com