রণবিজয়পুর মসজিদ (ভিডিওসহ)

খানজাহান রীতির স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন বাগেরহাটের রণবিজয়পুর মসজিদ। 
রণবিজয়পুর মসজিদ (ভিডিওসহ)

জেলা শহরের অদূরে অবস্থিত রণবিজয়পুর গ্রামে দেখা মিলে এই প্রাচীন মসজিদের। কেউ কেউ ফকিরবাড়ি মসজিদ নামেও ডাকে। স্থাপত্য শৈলীর বিচারে এটি খানজাহান আলীর আমলে ১৪৫৯ খ্রিস্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয়। 

মসজিদটিতে এক গম্বুজ বিশিষ্ট বিশাল একটি বর্গাকার কক্ষ রয়েছে। পশ্চিম দেয়াল বাদে তিন দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। পশ্চিম দেয়াল অর্থাৎ কিবলা দেয়ালে রয়েছে  তিনটি মেহরাব। মসজিদের দেয়ালের পুরুত্ব ২.৭৪ মিটার, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আর ভেতরের দিকে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০.২৮ মিটার। 

পোড়া মাটির ফলকে অলংকৃত মসজিদটির অনেক নকশাই বিলীন হয়েছে কালের বিবর্তনে। তবে এতবার সংস্কারের পরও এখনো মসজিদের আদি বৈশিষ্ট্য বিদ্যমান। 

এই মসজিদে ব্যবহৃত বিভিন্ন নকশার মধ্যে গোলাপ নকশা, প্যাচানো ফুলের নকশা, জালি নকশা, হীরক আকার নকশা, ঝুলন্ত নকশা উল্লেখযোগ্য। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com