শিতলাই জমিদার বাড়ি ভ্রমণ (ভিডিওসহ)

মহামারির বিধিনিষেধ তুলে নেওয়ার পর একটু প্রশান্তির খোঁজে ঘুরতে যাই শিতলাই জমিদার বাড়ি।
শিতলাই জমিদার বাড়ি ভ্রমণ (ভিডিওসহ)

পাবনার চাটমোহরের শিতলাই গ্রামে নির্মিত তৎকালীন জমিদার যোগেন্দ্রনাথ মৈত্রের বাড়িটিই শিতলাই জমিদার বাড়ি নামে পরিচিত।

প্রাচীন এই বাড়ির স্থাপত্যশৈলী এখনো দর্শনার্থীদের নজর কাড়ে। তাই অনেকেই ঘুরতে আসে এখানে। আমরাও কয়েকজন মিলে ঘুরতে যাই ঐতিহাসিক এই বাড়িতে।

দুই তলা বিশিষ্ট বাড়িটি দেখে আমরা কিছুটা হতাশ হই।আমাদের ধারণা ছিল, হয়ত বাড়িটি কিছুটা হলেও যত্নে থাকবে। কিন্তু সেখানে গিয়ে দেখি, অবস্থা খুবই খারাপ। চারপাশ জঙ্গলে ঘেরা। তবে এই জঙ্গলের মধ্যেও টিকে আছে এই বাড়িটি। সামনে রয়েছে একটি বিশাল দিঘি। এখনো একটি মন্দির স্পষ্ট চোখে পড়ে।

এখানে যেতে হলে পাবনা শহর থেকে প্রথমে যেতে হয় চাটমোহর উপজেলাতে। সেখান থেকে সহজেই স্থানীয় পরিবহনে যাওয়া যায় এখানে। তবে বর্ষাকালে খুব সহজে নৌকায় করে যাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com