অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি (ভিডিওসহ)

করোনাভাইরাসের সংক্রমণ এখনো বন্ধ হয়নি আমাদের দেশে। বাড়ির বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক।
অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি (ভিডিওসহ)

কিন্তু এখনো অনেকেই মাস্ক পরেন না। যারা পরছেন তাদের মধ্যে আবার অনেকেই সঠিক নিয়মে পরছেন না। আবার কেউ কেউ একই মাস্ক পরছেন দীর্ঘদিন ধরে। সামাজিক দূরত্বও মানছেন না অনেকে।

ফলে সংকটকালীন এই সময়ের জরুরী স্বাস্থ্য বিধিও পালন করা হচ্ছে না।

এ নিয়ে কথা হয় রহিম মিয়া নামের এক রিকশা চালকের সঙ্গে। মাস্ক কেনা তার কাছে বাড়তি খরচ বলে মনে হয়।

তিনি হ্যালোকে বলেন, “সারা দিন রিকশা চালিয়ে জমার টাকাই উঠে না। মাস্ক কিনুম কী দিয়া?”

মাস্ক ছাড়া ধানমণ্ডি রাইফেল স্কয়ারের সামনে ভিক্ষা করতে দেখা যায় ছমিরন বিবি নামের এক নারীকে। মাস্ক না পরার কারণ হিসেবে নিজের দরিদ্রতার কথাই তুলে ধরেন তিনি। তিনি হ্যালোকে বলেন, “ মাস্ক পরলেই কী, না পরলেই কী আল্লাহ্ ছাড়া আমাগর দেখার কেউ নাই।”

তবে মাস্ক না পরা বা সঠিক নিয়মে না পরার দলে শুধু নিম্নাআয়ের মানুষই নন, রয়েছে শিক্ষিত ও সচ্ছল মানুষও। অথচ এখনই সময় আমাদের নিজেদের সচেতন হওয়া। নিজেদের জন্যই স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com