সঠিক নিয়মে মাস্ক পরছি তো? (ভিডিওসহ)

প্রাণঘাতী করনাভাইরাস প্রতিরোধে টিকা দেওয়া শুরু হলেও মাস্ক ব্যবহার জরুরি।
সঠিক নিয়মে মাস্ক পরছি তো? (ভিডিওসহ)

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে ফেইস মাস্ক ব্যবহার করলে সংক্রমণ এড়ানো সম্ভব হতে পারে। এজন্য মাস্কের সঠিক ব্যবহার জানতে হবে। এ বিষয়ে বারবার সচেতন করা হলেও অনেকেই মাস্কের সঠিক ব্যবহার নিয়ে উদাসীন।

ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে বলছে, মাস্ক পড়ার ক্ষেত্রে মানুষ সাধারণত ছয়টি ভুল করে থাকে। এতে মাস্কের কার্যকারিতা নষ্ট হয়ে নানা রোগ জীবাণুর সংক্রমণও বেড়ে যেতে পারে।

মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে ইউনিসেফ ছয়টি নির্দেশনার কথা বলছে।

এই নির্দেশনার প্রথমেই বলা আছে মাস্ক টেনে নাকের নিচে নামানো যাবে না। থুতনি উন্মুক্ত রাখা যাবে না বা মাস্ক টেনে থুতনির নিচে নামানো যাবে না।

এছাড়া এই নির্দেশনায় আরও বলা আছে মাস্ক পরার সময় এটি স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। ঢিলাঢালা মাস্ক পরা কোনোভাবেই উচিত নয়। এছাড়া বারণ আছে নষ্ট বা ভেজা মাস্ক পরারও।

এসব ছাড়াও মাস্ক পরা নিয়ে সংশয় থাকলে মাস্ক পরা সম্পর্কিত হ্যালোর এই ভিডিওটি দেখে নিতে পারেন। নিজেদের প্রয়োজনেই নির্দেশাবলীগুলো মেনে চলা উচিত।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com