জলবায়ু সঙ্কটের ঝুঁকিতে বাংলাদেশের শিশুরা

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ‘অতি উচ্চ মাত্রার’ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের শিশুরা। 
জলবায়ু সঙ্কটের ঝুঁকিতে বাংলাদেশের শিশুরা

‘জলবায়ু সঙ্কট কার্যত শিশু অধিকারের সঙ্কট’ নামে ইউনিসেফের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক (সিসিআরআই) প্রথমবারের মত প্রবর্তন করেছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাংলাদেশ, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিশু ও তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা হুমকির মুখে।

১৬৩ দেশের মধ্যে ঝুঁকির দিক দিয়ে ১৪ নম্বর সূচকে পাকিস্তান, ১৫ নম্বরে আফগানিস্তান ও বাংলাদেশ এবং ২৬ নম্বরে রয়েছে ভারত। যে দেশের পয়েন্ট যত বেশি, সেই দেশের শিশুরা তত বেশি ঝুঁকিতে রয়েছে।

ইউনিসেফে বলছে, দক্ষিণ এশিয়ার শিশুরা বন্যা ও বায়ু দূষণের সঙ্গে লড়ছে। একটি বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই আরেকটি বিপর্যয়ের শিকার হচ্ছে। যা অর্জিত সব অগ্রগতিকে বদলে দিচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com