কবি শেখ ফজলুল করিমের বাড়ি (ভিডিওসহ)

“কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।”
কবি শেখ ফজলুল করিমের বাড়ি (ভিডিওসহ)

বিখ্যাত এই পঙ্কতির রচয়িতা শেখ ফজলল করিমকে আমরা কে না চিনি। তার বাড়ি আমার জেলাতে। একদিন ভাবলাম তার বাড়ি ঘুরতে গেলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। এরপর সময় কর ঘুরে এলাম।

অনেকেই দূর-দূরান্ত থেকে কবির বাড়ি দেখতে আসেন অনেকে। সেখানে সংরক্ষিত আছে কবির ব্যবহারের নানা জিনিস, লেখা বই। তবে বইগুলো ধরে দেখা নিষেধ।

রংপুর থেকে পরিবার নিয়ে কবির বাড়ি ঘুরতে এসেছিলেন নাজির হোসাইন নামের এক ব্যক্তি।

তিনি বলেন, অনেক দিন ধরে ইচ্ছে ছিল কবির বাড়ি আসার।

মিরাজ হোসেন নামের স্থানীয় এক তরুণ বলেন, কবির অনেক লেখা পড়েছেন তিনি। তাই মাঝে মধ্যে এখানে ঘুরতে আসেন।

তার স্মরণে কাকিনা বাস স্টান্ডে হয়েছে 'কবি শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার' ও তার বাড়ি আসার পথে আছে বিশেষ স্মৃতিফলক।

শেখ ফজলল করিম ১৮৮২ সালের ৯ এপ্রিল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন।

মাত্র ১২ বয়সে সরল পদ্য বিকাশ নামে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। ছোটবেলায় কবির পড়ালেখা প্রচণ্ড আগ্র থাকলেও পরে গতানুগতিক পড়ালেখায় আর মন বসাতে পারেননি। তবে পাঠ্যবইয়ের বাইরে প্রচুর লেখাপড়া করতেন বলে জানা যায়।  

সাহিত্যে তার নানামূখী অবদান রয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো তৃষ্ণা, পরিত্রাণ কাব্য, ভগ্নবীণা বা ইসলাম চিত্র।

এছাড়া বিভিন্ন পত্রিকায় লেখালেখি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

১৯৩৬ সালের ২৮ অগাস্ট মধ্যরাতে তিনি মারা যান। কাকিনায় নিজের বাড়িতেই তাকে সমাহিত করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com