মহামারি: ক্ষতি পোষাতে পারবে শিক্ষার্থীরা? (ভিডিওসহ)

মহামারিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পোষানো সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঝরে পড়ার শঙ্কা করছে বিভিন্ন সংস্থা। 
মহামারি: ক্ষতি পোষাতে পারবে শিক্ষার্থীরা? (ভিডিওসহ)

আমরা শিক্ষাক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছি। কিন্তু মহামারির এই ক্ষতি পোষাবে কি? শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারছে না সরকার। সচ্ছল পরিবারের শিশুরা দূরশিক্ষণে যুক্ত হতে পারলেও নিম্নবিত্তদের বেশিরভাগই রয়েছে এর বাইরে।

রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় থাকে জাভেদ আর হাশেম নামে দুই শিশু। তাদের বাবা একজন ভ্যান চালক। তাদের একজনের ইচ্ছা পুলিশ হওয়ার, আরেকজন হতে চায় দোকানী। তারা দুজনেই স্কুলে যেত। কিন্তু স্কুল বন্ধ থাকায় তাদের পড়াশোনা এখন বন্ধ।

প্রাঙ্গণ নামে আরেক শিশুর সঙ্গে কথা হয়। সে মধ্যবিত্ত পরিবারের শিশু। অনলাইন ক্লাস আর ছবি এঁকে কিছুটা হলেও সে এই মহামারি সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারছে সে।

কিন্তু মারুফ নামে আরেক শিশু যেন কিছুই পারছে না। তার বাবা একজন ফেরিওয়ালা। স্কুল বন্ধের পর থেকে তার সময়গুলো খেলাধুলা করেই কাটে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com