হারাতে বসেছে মার্বেল খেলা (ভিডিওসহ)

আমাদের দেশে মার্বেল খেলাটা আগে জমজমাট থাকলেও এখন আর তেমনভাবে দেখা যায় না। মার্বেলের স্থান দখল করেছে মোবাইল ফোন- কম্পিউটারের নানা গেইমস।
হারাতে বসেছে মার্বেল খেলা (ভিডিওসহ)

অনেকেই স্কুল ব্যাগের ভেতর কিংবা হাফপ্যান্টের পকেটে মার্বেল নিয়ে ঘুরত। সময়ের স্রোতে, সেই খেলা এখন প্রায় বিলুপ্তির পথে।

মার্বেল খেলতে গিয়ে অভিভাবক কিংবা শিক্ষকের বকা খায়নি এমন কাউকে এক সময় খুঁজে পাওয়া মুশকিলই ছিল। স্কুলে টিফিনের ফাঁকে শিক্ষকদের চোখের আড়ালে গিয়েও শিশু-কিশোররা মেতে উঠত মার্বেল খেলায়।

কিন্তু এখন দৃশ্য আর চোখেই পড়ে না। তাই প্রায় হারিয়ে যাওয়া এই খেলা পথে-ঘাটে শিশুদের খেলতে দেখলে চোখ আটকে যাওয়ারই কথা।

আমাদের বাড়ির পাশে সেদিন কয়েকজন শিশুকে মার্বেল খেলতে দেখে থামলাম। কথা হলো তাদের সঙ্গে। তাদের একজনের নাম সাইফ। জানাল সে প্রতিদিনই বন্ধুদের সাথে মার্বেল খেলে এখানে। এই খেলা তার সবচেয়ে প্রিয়।

সাইফের খেলার সঙ্গী ছিল রিয়াজুল। ও বলে, “আম্মা মার্বেল খেলতে দেখলেই দৌড়ানি দেয়, তাই পলায় পলায় মার্বেল খেলতে হয়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com