চারশ বছরের পুরনো মসজিদ (ভিডিওসহ)

মোঘল আমলে নির্মাণ করা পাবনার কাবুলী মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।
চারশ বছরের পুরনো মসজিদ (ভিডিওসহ)

পাবনার চাটমোহরে অবস্থিত চারশ বছরের পুরনো এই মসজিদটি দেখতে আসেন অনেকেই। 

সবুজ গাছপালার মাঝে লাল ইটের তৈরি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি দাঁড়িয়ে আছে। কারুকাজ আর স্থাপত্যশৈলী দেখেই বোঝা যায় এখনকার মসজিদগুলোর থেকে এটি আলাদা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্রাট আকবরের একজন সেনাধ্যক্ষ মাসুম খাঁ কাবুলীর অর্থায়নে নির্মিত হয় এই মসজিদ। যা চাটমোহর শাহী মসজিদ বা মাসুম খাঁ কাবুলী মসজিদ নামে পরিচিত। 

মসজিদটি একবার ধবংসস্তুপে পরিণত হয়। পরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণ ও পুনঃনির্মাণ করে।পরে সাত তলা বিশিষ্ট একটি মিনার স্থাপন করা হয় এখানে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com