বর্ষার আবেদন অতুলনীয়

মেঘাচ্ছন্ন আকাশ আর হলদে সাদা কদম ফুল জানিয়ে দিচ্ছে বর্ষার কথা। আজ বর্ষা ঋতুর দ্বিতীয় দিন।
বর্ষার আবেদন অতুলনীয়

বাংলা বর্ষপঞ্জি মতে এটি দ্বিতীয় ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। 

এটি এমন এক ঋতু যেন কাব্যময়, ছন্দময় আর প্রেমময়। মেঘে ঢেকে থাকে আকাশ। মেঘমালা জল হয়ে ভাসিয়ে দেয় পথঘাট।

বাঙালির জীবন প্রবাহের সাথে শক্তভাবে জড়িয়ে আছে বর্ষা। কৃষি থেকে শুরু করে সাহিত্য সব জায়গাতেই বর্ষার প্রভাব লক্ষ্যণীয়। 

বর্ষা সবচেয়ে বেশি আপন রুপে ধরা দেয় গ্রামীণ জনপদে। স্কুলে যেতে কিংবা ফেরার পথে দুরন্ত কিশোরী আনন্দে গায়ে মাখে বৃষ্টির ফোটা। তুমুল বৃষ্টিতে গায়ের ছেলেরা নামে ফুটবল নিয়ে।

বর্ষা যে শুধু জল ঝরিয়ে যায় তা নয়। চারপাশ তখন ফোটে নানা ফুলে। কদম, কেয়া, কামিনী, বেলি ও বকুলের সুবাস মোহিত করে সবাইকে।

প্রকৃতি যখন এত আয়োজন করে ফেলে তখন সেটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এটাই স্বাভাবিক। সাহিত্যেও তাই বর্ষা এসেছে বার বার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com