দীপাবলীর শুভেচ্ছা

আজ শ্রী শ্রী শ্যামা কালী পূজা এবং দীপাবলী। সবাইকে দীপাবলীর শুভেচ্ছা।

দিপাবলী হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম পূজা  'দিওয়ালী' নামেও পরিচিত।

দুর্গাপূজার বিজয়ার পরে অমাবস্যার রাতে দীপাবলীর আয়োজন করা হয়। এ রাতেই অনুষ্ঠিত হয় শ্যামা কালী পূজা।

অমাবস্যা রজনীর সমস্ত অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করার ইচছা নিয়ে ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ।

পৃথিবীর সব অন্ধকারের অমানিশা দূর করতেই এই আয়োজন। অশুভ শক্তির হাত থেকে প্রতিনিয়ত পৃথিবীকে রক্ষা করতেই এই আলোকিত করা।

অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করার প্রয়াস মানুষ সেই আদিকাল থেকেই করে আসছে।

আর কালী হচ্ছে বিনাশের প্রতীক। কিন্তু এই বিনাশ নিষ্ঠুরভাবে ধ্বংস করা নয়। এই বিনাশ হচ্ছে নিজের মধ্যে আকর্ষণ করা। সমুদ্রের ঢেউ যেমন সমুদ্রে সৃষ্টি হয়ে সমুদেই মিলিয়ে যায় তেমনই। এই বিনাশ। এটি হলো তার নাশিনী শক্তি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com