নবরত্ন মন্দির (ভিডিওসহ)

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবরত্ন মন্দির ঘুরতে গিয়েছিলাম। এটি বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
নবরত্ন মন্দির (ভিডিওসহ)

এটি আনুমানিক ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে নবাব মুর্শিদকুলি খানের শাসনামলে নির্মিত হয়েছিল৷ রামনাথ ভাদুরী নামে জনৈক তহসিলদার এটি নির্মাণ করেন বলে জানা যায়৷ তবে অনেকের মতে, রামনাথ জামিদার ছিলেন৷

রাখাল জমিদার নামেও তার পরিচিতি ছিল বলে জনশ্রুতি আছে৷ সনাতন ধর্মের স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কারুকার্যমণ্ডিত নবরত্ন মন্দিরটি তিন তলা বিশিষ্ট। এ মন্দিরে ছিল পোড়ামাটির ফলক সমৃদ্ধ নয়টি চূড়া। এজন্য এটিকে নবরত্ন মন্দির বলা হতো।

উঁচু একটি বেদীর উপর নবরত্ন পরিকল্পনায় নির্মিত মন্দিরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৫ দশমিক ৪ মিটার এবং প্রস্থ ১৩ দশমিক ২৫ মিটার। এ মন্দিরে চারপাশের দেয়ালে রয়েছে নানা রকম পোড়ামাটির অলঙ্করণ৷

এসব অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে নানান দেব-দেবীর মূর্তি, লতা-পাতা, ফুল ইত্যাদি৷ তিন তলা এই স্থাপনার উপরের রত্ন বা চূড়াগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে৷ মূল মন্দিরের বারান্দায় সাতটি এবং ভেতরের দিকে পাঁচটি প্রবেশপথ আছে৷

দিনাজপুর জেলার কান্তজীর মন্দিরের অনুকরণে গঠিত তিন তলা এই মন্দিরের আয়তন ৬৫.২৪/৬৫.২৪। বর্গাকার মন্দিরটি প্রায় দুই ফুট প্লাটফরমের উপর তৈরি।

মন্দিরের মূল কক্ষটি বেশ বড়। চারদিকের দেওয়ালের বাইরের চারপাশে পোড়ামাটির ফলক দিয়ে সাজানো ছিল। পরে কালের বিবর্তনে সংস্কারের অভাবে সব নষ্ট হলে প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি অধিগ্রহণ করে এবং সংস্কার করে। স্থানীয়রা এটাকে দোলমঞ্চ নামেও চেনে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com