তিতাস একটি নদীর নাম (ভিডিওসহ)

বিখ্যাত তিতাস নদীর নাম সকলেরই জানা। এ নদী এক সময় বিখ্যাত সাহিত্যিকদের চিত্তে উদাসীন আমেজের সৃষ্টি করত। এ তিতাস নদী দেখেই কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ লিখেছিলেন তিতাস একটি নদীর নাম।
তিতাস একটি নদীর নাম (ভিডিওসহ)

অথচ এই বিখ্যাত রূপ সিন্ধু তিতাস আজ এক ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। নদী হয়ে যাচ্ছে ভরাট, শোনা যায় না আর কলকল ধ্বনি। মনে হিল্লোল জাগে না আর তার সমীরণে।  

ময়লা আবর্জনায় ক্রমশ মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে সৌন্দর্যের অপার নিদর্শন ব্রাহ্মণবাড়িয়ার এই নদীটি।

নদীর দুর্দশার কথা বলতে গিয়ে রাজু মালাকার নামের এক বাসিন্দা বলেন, “নদী ভরাট হয়ে গেছে, মানুষ দখল করতেছে। এই নদীটি রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন।” 

মঞ্জু দাস নামের এই এলাকার আরেক বাসিন্দা নদীর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “এই নদীতে এক সময় আমরা সাঁতার কাটতে পারতাম, যাতায়ত ব্যবস্থা ভালো ছিল, নৌকাবাইচ হতো এখন আর সেই অবস্থা নাই। নদীটা সুরক্ষিত করা দরকার।”

জনসচেতনতা আর সরকারী উদ্যোগই পারে নদীটিকে বাঁচাতে। ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা ও প্লাস্টিক, পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করলে পরিবেশ দূষনও কমবে নদীটিও বাঁচবে বলেই মনে করেন সচেতন নাগরিকরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com