দোল উৎসবের আনন্দ

সারাদেশ জুড়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দোল যাত্রা। যা হোলি কিংবা বসন্ত উৎসব নামেও পরিচিত।
দোল উৎসবের আনন্দ

ধর্ম মতে, রাধা কৃষ্ণের পায়ে আবির বা রঙ ছড়ানোর মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

আমাদের দেশেও বিভিন্ন মন্দিরে, সনাতন ধর্মের মানুষের বাড়িতে ছোট বড় সবাই একে অপরের গায়ে রঙ ছিটিয়ে  এই উৎসব পালন করে। সবার মাঝে ছড়িয়ে দেয় আনন্দ।

রমনা কালি মন্দিরে আসা সেন্ট যোসেফ কলেজের একাদশ শ্রেণিতে পড়া শান্তও জানায় তার এমন অনুভূতির কথা। সে হ্যালোকে বলে, "রাধা কৃষ্ণের চরণে আবর দিয়ে সবাই আনন্দ করছে। এখানে এসে খুব ভালো লাগছে। অনেক মজা করলাম।”

সকল অন্ধকার দূর হয়ে যেন রঙিন হয়ে উঠে পৃথিবী এই প্রার্থনায় পালিত হলো এবারের এই বসন্ত উৎসব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com