Published: 2021-01-18 16:07:20.0 BdST Updated: 2021-01-18 16:08:36.0 BdST
রাজধানীর বাসাবো এলাকার সবুজবাগ থানার গলিতে শিশু কিশোরেরা টানিয়েছে ব্যাডমিন্টন নেট। রং দিয়ে এঁকেছে কোর্ট। গলিতে গাড়ির আনাগোনা কম থাকায়, এখানেই ব্যাডমিন্টন খেলার আনন্দে মেতেছে একদল শিশু-কিশোর।
রাস্তার মাঝে কোর্ট কেটে বড়দের সাথে এ ব্যাডমিন্টন খেলায় যোগ দিয়েছে রিফাত ও মাহাদী নামের দুই শিশু।
প্রতিদিন রাত হলেই এখানে খেলতে চলে আসে বলে জানায় তারা।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী রিফাত বলে, “র্যাকেট খেলতেছি বড় ভাইদের সাথে। খুব আনন্দ লাগছে।”
আরেক শিক্ষার্থী সৈয়দ এহসানুল হক মাহাদী বলেন, “শীতকালে র্যাকেট খেলার মজাই আলাদা। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে।”
কোর্টের চারপাশে খেলোয়াড়দের পাশাপাশি অবস্থান করেন দর্শক। কেউ ভালো খেললে বাহবা দেন তারা।
শীতের আমেজ শেষ হতে চললেও এই ব্যাডমিন্টন আমেজ চলবে আরও কয়েকদিন।
হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো (ভিডিওসহ)
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো। প্রযুক্তি এর স্থানটা কেড়ে নিয়েছে বলেই মনে করি আমি।
রাইনার দিনলিপি (ভিডিওসহ)
ছয় বয়সী আতকিয়া আনহা রাইনা। পরিবারের সাথে মহামারিতে ঘরবন্দি সময় কাটছে তার।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।