ছিন্নমূল শিশু, দায় কার? (ভিডিওসহ)

একবার ভেবে দেখা যাক তো, পাঁচ বছর বয়সী শিশু এক এই পৃথিবীতে একদম একা, তাকে দেখার কেউ নেই! ভাবতেই গা শিউরে ওঠার কথা।
ছিন্নমূল শিশু, দায় কার? (ভিডিওসহ)

বাংলাদেশে ছিন্নমূল শিশুদের সংখ্যা অনেক। যাদের দেখভালের জন্য দু কূলে কেউ নেই। তেমনই একজন হতভাগ্য শিশু আমিনুর। পেটের ক্ষুধা নিবারণের জন্য অন্যান্য শিশুদের পিছনে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতে হয়।

পৃথিবীর সবথেকে আপনজন বাবা-মা, তাকে ছেড়ে চলে গেছেন বহু আগে। বাবা-মায়ের আদর ভালোবাসা পাওয়া তো দূরে থাক, তাদের চেহারাও মনে করতে পারে না এই ছোট্ট শিশু। অবুঝ বয়সে বিভিন্ন স্থানে বেলুন বিক্রি করে চলেছে প্রতিদিন।

আমিনুর বলে, “প্রতিদিন বেলুন বেইচ্চা ১০০-২০০ টাকা পাই। হেই টাকা দিয়ে ভাত ডাইল কিন্না খাই। বাপ- মা অনেকদিন আগে থুইয়া চইল্যা, গ্যাছে কোন খোঁজ পাই নাই।“

ছিন্নমূল শিশু বেড়ে যাবার বড় কারণ হল দারিদ্র্যের আঘাত। এছাড়াও বিবাহপূর্ব সন্তানের জন্ম, অকালে বিবাহ বিচ্ছেদ, মা-বাবার মৃত্যু, বহুবিবাহ, মা-বাবার অসচেতনতা ইত্যাদিসহ নানা সমস্যার বলি হয় আমিনুরের মতো শিশুরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com