খোলা আকাশের নিচে জুবুথুবু শীতের রাত (ভিডিওসহ)

শীতের রাত যেন ভাসমান মানুষের জন্য ভয়াভহ এক বাস্তবতা।
খোলা আকাশের নিচে জুবুথুবু শীতের রাত (ভিডিওসহ)

রাজধানীর বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ ঠাণ্ডার মধ্যে জবুথবু অবস্থায় রাত কাটায় খোলা আকাশের নিচে। প্রতি রাতে ঘুমানোর আগে তাদের নিতে হয় রীতিমত এক যুদ্ধের প্রস্তুতি।

৬৭ বছর বয়সী মনসুর আলী সোহরাওয়ার্দী উদ্যানে ঘুমান অনেকদিন ধরে। আক্ষেপের সুরে তিনি হ্যালোকে বলছিলেন, “অনেক কষ্ট হয়। কোনো কাঁথা- কাপড় নাই। বস্তা গায়ে দিয়ে তারপর ঘুমাই থাকি। বাংলাদেশের নাগরিক হইয়া এর চেয়ে আর কষ্টের কী আছে।“

অসুস্থতার কারণে কোনো উপার্জন করতে পারেন না আবুল কালাম। স্ত্রী-সন্তান তাকে রেখেই চলে গেছে। এরপর থেকে ঘরহীন অবস্থায় বিভিন্ন জায়গায় রাত কাটান।

হ্যালোকে কালাম বলছিলেন, “এভাবে থাকতে খুবই কষ্ট হয়। অনেক ঠাণ্ডা লাগে।“

মাথার ওপর নেই কোনো ছাদ, চারপাশে নেই কোনো দেয়াল। রাতে ভীষণ ঠাণ্ডায় কাঁপুনির সাথে সাথে এই মানুষগুলোর দীর্ঘ অপেক্ষা সোনালি রোদের উষ্ণতা নিয়ে ভোর কখন হবে।   
 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com