ফেলে দেওয়া টায়ারই শৈশবের গাড়ি (ভিডিওসহ)

অনেকেরই ছেলেবেলার স্মৃতিতে রয়েছে বড় গাড়ি, রিকশা বা ভ্যানের নষ্ট টায়ার দিয়ে খেলার স্মৃতি। যে গাড়ি হাতে থাকা লাঠির সাহায্য ছুটে চলে।
ফেলে দেওয়া টায়ারই শৈশবের গাড়ি (ভিডিওসহ)

শহরে ব্যস্ত জীবনে শৈশবের আনন্দের সময় কোথায়? তার সাথে মাঠ ও খোলা পরিবেশ না থাকায় অনেকটা ঘর ও স্মার্টফোনে আটকে থাকে শহরের শিশুরা। তবে এক্ষেত্রে এখনো ব্যতিক্রম গ্রামের শিশুরা। তাদের শৈশবের আনন্দ কাটে বন্ধুদের সাথে হৈ চৈ করে।

রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের অন্তারমোড়ে দেখা গেল কয়েকজন শিশুর গাড়ির চাকা নিয়ে খেলার দৃশ্য। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে কথা বলে সেই শিশুরা।

স্কুল বন্ধ থাকায় খেলার জন্য বাড়তি সময় পেয়েছে শিশু মো. আসিফ শেখ। সে বলে, “এখন তো স্কুল বন্ধ। আমরা সব সময় ফ্রি থাকি। তাই এইগুলা খেলি।”

নিবির নামের আরেকজন শিশু হ্যালোকে বলে, “আমরা লাঠি দিয়া বারি দিয়া বন্ধুরা খেলি।”

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আসাদ সর্দার বলে, “আমাদের বন্ধুদের সাথে এই খেলাটা মজা লাগে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com