স্থাপত্যের এক নিদর্শন সুরা মসজিদ (ভিডিওসহ)

মুসলিম স্থাপত্যের অনন্য এক নিদর্শন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদ। 
স্থাপত্যের এক নিদর্শন সুরা মসজিদ (ভিডিওসহ)

উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে চেচুরিয়া গ্রামের হিলি-ঘোড়াঘাট রাস্তার পাশে এই মসজিদের অবস্থান।

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সুরা মসজিদে একটি বর্গাকার এক গম্বুজবিশিষ্ট নামাজ কক্ষ এবং পূর্ব ভাগে ছোট তিন গম্বুজবিশিষ্ট একটি বারান্দা রয়েছে। এটি নির্মাণে প্রধানত ইট ব্যবহৃত হলেও প্রায় এক-চতুর্থাংশ স্থানজুড়ে পাথরের ব্যবহার দেখা যায়। প্রত্যেক প্রবেশ পথে ব্যবহৃত চৌকাঠ পাথরের তৈরি।

কারো কারো বিশ্বাস মসজিদটি অলৌকিক ভাবে নির্মিত হয়েছে। আবার অনেকে বলেন, মোগল আমলে বাংলার নবাব সুজা এটি নির্মাণ করেন।
সুসজ্জিত নকশায় আবৃত মসজিদটি দর্শনার্থীরা দেখতে আসে।

জয়পুরহাট থেকে মসজিদটি দেখতে আসা শরিফ নামে একজন দর্শনার্থী হ্যালোকে বলে, “এখানে আসায় এটার ইতিহাস জানতে পারছি, বাস্তবেও দেখলাম। অনেক সুন্দর। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এটা নিয়ে বলতে পারব।“

সাইদুল ইসলাম নামে একজন স্থানীয় বাসিন্দা হ্যালোকে বলেন, “এখানে লোকজন যখন আসে আমাদের ভালোই লাগে। অনেক লোকই দূর থেকে আসে দেখতে। শুক্রবার তো অনেক মানুষ এই মসজিদ দেখতে আসে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com