জলতরঙ্গের ঝিলিমিলি সুর (ভিডিওসহ)

কয়েকটি গ্লাস এবং চামচের সাহায্যেই বেজে উঠছে পরিচিত গানের সুর। কী চমৎকার! এমনই জলতরঙ্গের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে দিনাজপুরের মেয়ে রিচি চৌধুরী।
জলতরঙ্গের ঝিলিমিলি সুর (ভিডিওসহ)

নজরুল সঙ্গীতসহ বিভিন্ন বিখ্যাত গানের সুর তুলতে পারে রিচি। করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে থেকে একটু ভিন্নরকম কিছু করার প্রত্যয়েই তার জলতরঙ্গ চর্চা শুরু হয়। পরে সেগুলো ফেইসবুকের প্রতিভা প্রকাশের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে অভূতপূর্ব সাড়া পায়।

  

দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে সদ্য এইএইচএস পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রহর গুনছে রিচি। হ্যালোকে সে বলে, ‘’এই পরিস্থিতি বাসায় বসে বিরক্ত হচ্ছিলাম। চিন্তা করলাম জলতরঙ্গ চর্চা করার। এখান থেকেই শুরু। আমার মা এ ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার ভাইয়াও গান করে। ভাইয়া আমার অনুপ্রেরণা।‘’

সুর তৈরির পাশাপাশি গান গাইতেও ভীষণ পছন্দ করে রিচি। লেখাপড়ার পাশাপাশি গানটাও চালিয়ে যেতে চায় রিচি। 

সে বলে, “আমি সেভাবে জলতরঙ্গ নিয়ে কখনও ভাবিনি। কিন্ত ফেইসবুক এত উৎসাহ পেয়েছি যে জলতরঙ্গকে বাদ্যযন্ত্র হিসেবে চর্চা করে যাই তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারব।“

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com