'চিঠি লিখে ঘর ভরিয়ে ফেলেছি' (ভিডিওসহ)

অনুভা, আরিতা ও রুশবা তিন বোন। গৃহবন্দি সময়টা তারা একসাথে কাটাচ্ছে। কখনো খেলছে, কখনো গান গাচ্ছে। আবার কখনো সময় কাটছে আবৃত্তি করে।
'চিঠি লিখে ঘর ভরিয়ে ফেলেছি' (ভিডিওসহ)

ইউসরা অনুভা পড়ছে পঞ্চম শ্রেণিতে। তিনবোনের মধ্যে বড় হওয়ায় বাকি দুজনও তাকে অনুসরণ করে।

করোনাভাইরাসের জন্য সব সময় সতর্ক থাকতে হচ্ছে বলে জানায় অনুভা। সে হ্যালোকে বলছিল, “এই সময় আমরা বাইরে যেতে পারছি না। গেলেও মাস্ক, গ্লাভস ব্যবহার করি।"
পরিবারের সবাইকে নিয়ে ঘরের একটা দেয়াল চিঠি লিখে ভরিয়ে ফেলেছে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া কায়নাত আরিতা।
সে বলছিল হ্যালোকে, “এখন স্কুল বন্ধ তাই আমি চিঠি লিখে সময় কাটাই।" 

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com