বন্দি জীবন (ভিডিওসহ)

নভেল করোনা ভাইরাসের মহামারির সময়ে প্রায় গত তিনমাস ধরে ঘরবন্দি দুই বছরের শিশু শান্নাফ নাওইয়ান।
বন্দি জীবন (ভিডিওসহ)

প্রথম দিকে তাকে পুরো সময় বাসায় রাখা গেলেও এখন আর কিছুতেই ঘরে বন্দি করে রাখা সম্ভব হচ্ছে না। এটা যেন তার জন্য খাঁচায় বন্দি জীবন।

বন্দি জীবন

তাই প্রতিদিন বাসার ছাদেই তার বিনোদনের ব্যবস্থা করা হয়। খেলনা ছোট গাড়িটি চালিয়েই ছাদ চষে বেড়ায় সে। এছাড়া ক্রিকেট খেলে এবং অন্যান্য খেলনা দিয়ে খেলেও বিকাল থেকে সন্ধ্যার সময়টা কাটায়।

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com