টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ (ভিডিওসহ)

টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে ২০১ গম্বুজ মসজিদ নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে এর উচ্চতা ৪৫১ ফুট বা ১৩৮ মিটার। এতে থাকছে ৫০ তলা পর্যন্ত লিফটের সুবিধা। 
টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ (ভিডিওসহ)

উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে ২০১৩ সালের জানুয়ারি মাসে থেকে শুরু হয়ে এখনো চলছে মসজিদের নির্মাণ কাজ।

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ বড় গম্বুজের চারপাশে ছোট ছোট ২০০টি গম্বুজ রয়েছে। এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট। আর মূল মসজিদের চার কোণায় চারটি মিনার রয়েছে যার প্রত্যেকটির উচ্চতা ১০১ ফুট। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে এক সঙ্গে প্রায় ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের প্রধান ফটক নির্মাণে ব্যবহার করা হচ্ছে ৫০ মণ পিতল। ২৭১ শতাংশ জমিতে নির্মাণাধীন মসজিদের কাজ ইতোমধ্যে ৭৫ শতাংশ শেষ হয়েছে।

বলা হচ্ছে, বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে এত বেশি গম্বুজ বিশিষ্ট কোনো মসজিদ এর আগে নির্মাণ করা হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com