আতশবাজির ঝলকানিতে বর্ষ বরণ (ভিডিওসহ)

ঢাকার আকাশে আতশবাজির ঝলকানি আর ফানুসের রঙিন আলোয় উদযাপিত হয় ইংরেজি নববর্ষ।
আতশবাজির ঝলকানিতে বর্ষ বরণ (ভিডিওসহ)

কঠোর নিরাপত্তার মধ্যেই ২০২০ কে বর্ণিল ভাবে স্বাগত জানিয়েছে নগরবাসী। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই নতুন ইংরেজী বছর বরণ করার জন্য ছিল নানা ধরনের আয়োজন।

রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে থেকেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যায়। রঙিন ফানুসে আকাশ ঢেকে যায়। লেজার শো দেখা যায় কোনো কোনো বাড়ির ছাদে। পটকার শব্দে হইচই পড়ে রাজধানীতে।

ঢাকার আকাশ ছিল একদমই রঙিন। যা সচরাচর দেখা যায় না।

আতশবাজির এই খেলা দেখতে সন্ধ্যের পর থেকেই বাড়ির ছাদে ভিড় জমাতে শুরু করেন নানা বয়সী মানুষ। যে যার মত ভিডিও ধারণ করে শেয়ার করছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। অন্যদিকে এই রঙিন উৎসব শিশুদের কাছে ছিল রোমাঞ্চকর।

সপ্তম শ্রেণির ছাত্র ইরফান আরেফিন বাসার ছাদ থেকে উপভোগ করেছে আতশবাজির ছড়াছড়ি। ইরফান বলে, আমরা নতুন বছরে পটকা ফুটিয়েছি। আমাদের খুব ভালো লেগেছে, আমরা সবাই মিলে আনন্দ করেছি।

আট বছর বয়সী রিফাত আনজুম বলে, নতুন বছরে আমরা আতশবাজি ফুটিয়েছি। আকাশে এগুলো দেখতে অনেক সুন্দর লেগেছে। ফানুস উড়েছে এটাও দেখতে অনেক ভালো লেগেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com