সাত রঙের চা (ভিডিওসহ)

বাণিজ্য মেলায় ঘুরতেই ঘুরতেই এক চায়ের দোকানে চোখ পড়ল। নজর আটকে গেল আসলে সামনে টানানো এক লেখার দিকে। সেখানে একটা ব্যানারে বড় বড় করে লেখা এখানে শ্রীমঙ্গলের সাত রঙের চা পাওয়া যায়।
সাত রঙের চা (ভিডিওসহ)

এই চায়ের কথা শুনেছি অনেক। তাই থেমে কথা বললাম বিক্রেতাদের সঙ্গে।

জানালেন, সিলেটের শ্রীমঙ্গলে মূলত এই চায়ের উৎপত্তি।

মেলার কিডস জোনে প্রবেশের মুখে চোখে পড়বে সাত রঙের চায়ের দোকান।

এই চা সম্পর্কে বিক্রেতা বলেন, “একটা চায়ে সাতটা লেয়ার থাকবে। প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা স্বাদ। লেয়ারগুলা হচ্ছে গ্রিন চা, ব্ল্যাক কফি, রঙ চা, সাদা চা, দুধ চা।”

এই ভিন্নধর্মী চা নিয়ে ক্রেতাদের মধ্যেও আগ্রহ রয়েছে। কেউ প্রথমবার এই চায়ের স্বাদ নিচ্ছেন, অনেকের আগে খেয়ে ভালো লাগায় আবার খাচ্ছেন।

হাসান নোয়াখালী থেকে বাণিজ্য মেলা ঘুরতে এসেছেন। তিনি বলেন, “সাত রঙের চা আমি আগেও খেয়েছি, এই চায়ের ফ্লেভারটা ভালো তাই। তাই মাঝে মধ্যে এইটা খাই।”

নারায়ণগঞ্জ থেকে আগত আব্দুর রব বলেন, “আমি এই চা আগে কখনো খাইনি। এই প্রথম, দেখেছি আমি আগে। এই প্রথম বার টেস্ট করব, বানাচ্ছে দেখি কেমন হয়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com